Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

    বয়স্কভাতা :বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে অসহায় ,গরীব ,ভূমিহীন ৬৫ বছর বয়স্ক যে কোন পুরুষ/মহিলা বয়স্ক ভাতার জন্য নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে পারেন ।ওয়ার্ড কমিটির মাধ্যমে তালিকাভুক্ত হওয়ার পর উপজেলা বয়স্ক ভাতা বাস্তবায়ন কমিটির  মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংক একাউন্টের মাধ্যমে ভাতা পেয়ে থাকে ।

    অসচ্ছল প্রবিন্ধী ভাতা :যে কোন অসচ্ছল,অসহায়্দরিদ্র, ভূমিহীন প্রতিবন্ধীব্যক্তি এই ভাতার জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবে । বরাদ্ধ সাপেক্ষে অথবা প্রতিস্থাপনের মাধ্যমে উপজেলা  বাস্তবায়ন কমিটির  মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংক একাউন্টের মাধ্যমে ভাতা পেয়ে থাকে ।

    বিধবা ভাতা :যে কোন অসচ্ছল,অসহায় দরিদ্র, ভূমিহীন বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলা এই ভাতার জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবে।

 বরাদ্ধ সাপেক্ষে অথবা প্রতিস্থাপনের মাধ্যমে উপজেলা  বাস্তবায়ন কমিটির  মাধ্যমে চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংক একাউন্টের মাধ্যমে ভাতা পেয়ে থাকে ।

      প্রতিবন্ধী উপবৃত্তি : প্রাথমিক স্তর১ম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত,মাধ্যমিক স্তর: ৬ষ্ঠশ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত,ও উচ্চতর স্তরে এই ভাতা প্রদান করা হয়ে থাকে ।

      উপজেলা সমাজ কল্যাণ পরিষদ : সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত সেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে অনুদান প্রদান করা হয়ে থাকে । 

      উপজেলা রোগী কল্যাণ সমিতি:যে কোন অসচ্ছল,অসহায় ,দরিদ্র ভূমিহীন  উপজেলা হাসপাতালের রোগীদেরকে হাসপাতালের চিকিৎসকের সুপারিশক্রমে নিধারিত আবেদন ফরমে আবেদন করলে উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সহযোগীতা করা হয় ।