Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে

উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভন্ন কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছে-যার মধ্যে রয়েছে-

* ভাতা কার্যক্রম,যেমন- বয়স্ক ভাতা কার্যক্রম, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা , প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, হিজড়া ও দলিত সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ ভাতা,হিজড়া,বেদে ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইত্যাদি।

* প্রতিবন্ধী ব্যক্তিদের "সুবর্ণ নাগরিক" কার্ড প্রদান করা হয়।

* দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য অন্য সকল উপজেলার মতই এ কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে পল্লী সমাজসেবা সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম। এছাড়া, পল্লী অঞ্চলের মা'দেরকে আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়ন করার জন্য পরিচালিত হচ্ছে পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম।

* উপজেলা রোগী কল্যান সমিতির মাধ্যমে  দুঃস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ডাক্তারি পরামর্শ ও প্রয়োজণীয় ঔষধ সরবরাহ করা হয়।

* অসহায় ও দরিদ্র রোগীদের ৬ ধরনের রোগ যেমন- ক্যান্সার,কিডনি,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ,লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়া রোগসমূহের জন্য ৫০,০০০/- টাকার এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।

* উপজেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়, দুঃস্থ, গরীব ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

তাছাড়া, সমাজসেবা অধিদফতরের নির্দেশনায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে এ কার্যালয়। সর্বোপরি, শতভাগ সেবার মানসিকতা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।