উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভন্ন কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়ন করে যাচ্ছে-যার মধ্যে রয়েছে-
* ভাতা কার্যক্রম,যেমন- বয়স্ক ভাতা কার্যক্রম, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা , প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, হিজড়া ও দলিত সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ ভাতা,হিজড়া,বেদে ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইত্যাদি।
* প্রতিবন্ধী ব্যক্তিদের "সুবর্ণ নাগরিক" কার্ড প্রদান করা হয়।
* দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করার জন্য অন্য সকল উপজেলার মতই এ কার্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে পল্লী সমাজসেবা সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম। এছাড়া, পল্লী অঞ্চলের মা'দেরকে আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়ন করার জন্য পরিচালিত হচ্ছে পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম।
* উপজেলা রোগী কল্যান সমিতির মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে ডাক্তারি পরামর্শ ও প্রয়োজণীয় ঔষধ সরবরাহ করা হয়।
* অসহায় ও দরিদ্র রোগীদের ৬ ধরনের রোগ যেমন- ক্যান্সার,কিডনি,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ,লিভার সিরোসিস ও থ্যালাসেমিয়া রোগসমূহের জন্য ৫০,০০০/- টাকার এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।
* উপজেলা সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়, দুঃস্থ, গরীব ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
তাছাড়া, সমাজসেবা অধিদফতরের নির্দেশনায় ও জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে এ কার্যালয়। সর্বোপরি, শতভাগ সেবার মানসিকতা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস